হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জের একটি পূজামন্ডপ থেকে অপহৃত কিশোরী মনি সরকার (১৪) হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন এলাকায় দুর্বৃত্তদের গাড়ি থেকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেছেন। এ সময় সদর মডেল থানা পুলিশ মনি সরকারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তাকে উদ্ধার করা হয়।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের প্রিয়রঞ্জন সরকারের মেয়ে মনি সরকার (১৪) সন্ধ্যায় বান্ধবীদের নিয়ে গ্রামের পুজামন্ডপে আসে। সন্ধ্যা ৭টার দিকে মনি পুজামন্ডপ দেখা শেষে বান্ধবীদের সাথে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিছুক্ষণ পর বান্ধবীরা যার যার বাড়িতে চলে গেলে মনি একা হয়ে পড়ে। এ সময় উমরপুর সড়কে মনিকে একা পেয়ে একদল দুর্বৃত্ত তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে হবিগঞ্জ শহরের দিকে রওয়ানা হয়।

রাত প্রায় সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা শহরের রামকৃষ্ণ মিশন এলাকায় পৌঁছলে একই কায়দায় আরো একটি মেয়েকে অপহরণ করার জন্য গাড়ি দাঁড় করায়। এ সময় মনি সরকার গাড়ি থেকে লাফিয়ে পড়ে চিৎকার শুরু করে। খবর পেয়ে সদর থানার এসআই মিজানুর রহমান তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে গাড়িসহ দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে মনি সরকার জানান, পূজামন্ডপ থেকে বাড়ি যাওয়ার পথে একটি মাইক্রোবাসে একজন নারীসহ ৫/৬ জনের একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নিয়ে আসে। পরে তারা আবারও অপর একটি মেয়েকে অপহরণ করার জন্য গাড়ি দাঁড় করালে মনি গাড়ি থেকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করে।

সদর মডেল থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, রাতেই মনি সরকারকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোন মামলা হয়নি।

(পিডিএস/জেএ/অক্টোবর ০৩, ২০১৪)