রংপুর প্রতিনিধি : রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সামনে পার্টির দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টার দিকে রংপুর স্টেডিয়ামের ভেতরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে রংপুর স্টেডিয়ামে নামেন এরশাদ। এ সময় রংপুর জেলা ও নগর কমিটির বহিষ্কৃত সভাপতি মশিউর রহমান রাঙ্গা এবং নতুন জেলা ও নগর কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, মোফাজ্জল মাস্টার ও এস এম ইয়াসির এরশাদকে শুভেচ্ছা জানাতে গেলে উভয়ের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও দলটির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরে এরশাদ রংপুরের পল্লীনিবাসের বাসভবনে না গিয়ে রংপুর সার্কিট হাউজে যান। মশিউর রহমান রাঙ্গার সমর্থকরা রংপুরের আরকে রোডের বিআরটিসি কাউন্টার এলাকায় অবস্থান নিয়েছে।

বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলে জানিয়েছেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।

উল্লেখ্য, পাঁচ দিনের সফরে এইচ এম এরশাদ রংপুরে আসেন। রংপুরেই তিনি ঈদ উদযাপন করবেন।

(ওএস/অ/অক্টোবর ০৩, ২০১৪)