গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : টানা তিনদিনের পর দৌলতদিয়া ঘাট এখন যানজট মুক্ত। সকাল থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বাস ও গরু বোঝই ট্রাক দৌলতদিয়া ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ অবস্থা দেখা যায় দৌলতদিয়া ঘাটে।

একদিন আগেও যেখানে নদীপার হতে আসা গাড়িগুলোকে ফেরির নাগাল পেতে ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে আটকে থাকতে হয়েছে, সেখানে শুক্রবার পাল্টে যায় এ চিত্র।

ঘাট সংশ্লিষ্টরা জানান, দৌলতদিয়া একটি যানজটের ঘাট হিসেবে পরিচিত। এ ঘাটে এসে বৃহস্পতিবারও ফেরির নাগাল পেতে গাড়িগুলোকে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে সাধারণ ট্রাক পারাপার বন্ধ রাখা ও সবগুলো ফেরি নৌরুটে চালু থাকায় আর কোনো যানজট নেই। ফলে দূরপাল্লার বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের যাত্রীরা স্বস্তির সঙ্গে নদীপার হতে পারছেন। সব মিলিয়ে দৌলতদিয়া ঘাট এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে।

ঘাট কর্তৃপক্ষ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে থেকে যাত্রীবাহী কোনো যানবাহনকে ফেরির অপেক্ষায় আটকে থাকতে হচ্ছে না। বর্তমানে রুটে ৯টি রোরো, ৪টি কেটাইপ ও ৫টি ইউটিলিটি ফেরি যানবাহন পারাপার করছে।

(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০১৪ )