স্টাফ রিপোর্টার, ঢাকা : একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাকিস্তানিদের আতিথিয়তা গ্রহণ করেছিলেন। সুতরাং তিনি হচ্ছেন পাকবান্ধবী’ এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার সকালে বঙ্গবন্ধু মঞ্চ কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ ঐতিহাসিক মাইলফলক’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া তারেক রহমানের মা, তাকে আমি শ্রদ্ধা করি। কারণ তিনিও আমার মায়ের বয়সী। কিন্তু দেশের মানুষ শান্তিতে থাকায় বেগম খালেদা জিয়া অশান্তিতে আছেন।’

হাছান মাহমুদ বলেন, ‘সমগ্র বিশ্ব যখন বর্তমান সরকারের নেতৃত্ব প্রশংসা করছে, ঠিক তখন একটি শ্রেণী সরকারকে সহ্য করতে পারছে না। আপনারা সবাই জানেন এই শ্রেণী কারা। বিএনপি চেয়ারপারসন প্রায়ই বলেন- দেশের মানুষ নাকি শান্তিতে নেই। আমি বলবো আসলে তিনিই শান্তিতে নেই। দেশের মানুষ শান্তিতে আছে বলেই তার অশান্তি হচ্ছে।’

‘বিএনপি নাকি ধর্ম রক্ষা করবে’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাস্তিক পরিবেষ্টিত হয়ে ইসলাম রক্ষার কথা বলেন। তাকে বলবো ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না।’

সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার তীব্র নিন্দা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে এমনভাবে কটুক্তি করা নির্বোধের কাজ।’

উল্লেখ্য, লন্ডনের এক অনুষ্ঠানে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ বলে আখ্যায়িত করেন।

বঙ্গবন্ধু মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি নিয়াজ মো. খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ওলামালীগের কেন্দ্রীয় সভাপিত ইলিয়াস বিন হেলালী, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

(ওএস/অ/অক্টোবর ০৩, ২০১৪)