বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৮৪ জন বনদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাব। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বাগেরহাটের মোংলার  ফুয়েলজেটি সংলগ্ন এলাকায় আত্মসমর্পণকারী বনদস্যুদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেয় র‌্যাব- ৮ এর অধিনায়ক ডিআইজি জামিল হাসান।  

আত্মসমর্পণকারী বনদস্যুদের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে র‌্যাব- ৮ এর অধিনায়ক ডিআইজি জামিল হাসান বলেন, গত ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার পর ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ম্যানগ্রেভ এই বনে এখন শান্তির সুবাতাস বইছে। আত্মসমর্পণকারী বনদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। আত্মসমর্পণের পর থেকে বনদস্যুদের ধারাবাহিক ভাবে ঈদ উপহারসহ খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছে র‌্যাব। ঈদুল আযহাকে সামনে রেখে এবারও তাদেরকে ঈদের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৭ টি বনদস্যু বাহিনীর ২৮৪ জনকে মঙ্গলবার সকালে চাউল, তেল, সেমাই, ঘি, চিনি, দুধ, লবন, বাদাম, কিসমিস, মসল্লা ও পেঁয়াজসহ তাদের যাতায়াত ভাড়াও দেওয়া হয় বলে জানান ডিআইজি জামিল হাসান।

(এসএকে/এসপি/জুলাই ০৫, ২০২২)