দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সরকারি কলেজ মাঠে গত সোমবার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ছেলে ও মেয়েদের মধ্যকার দু’টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

এ ফাইনাল খেলায় ছেলেদের মধ্যে উপজেলার চরহরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে উত্তর চরসুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে এবং মেয়েদের মধ্যে চরঅযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চরভদ্রাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন। এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা।

খেলায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার মো. বাহাউদ্দিন, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান ও সহঃশিক্ষা অফিসার মোঃ জামাল হোসেন প্রমূখ। খেলায় রেফরিংয়ের দায়িত্ব পালন করেন উপজেলার বাহরুল আলম মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক মোঃ নজরুল ইসলাম। জানা যায়, গত ৪ জুন থেকে এ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়।

টুর্নামেন্টে উপজেলার মোট ৫৪টি প্রথামিক বিদ্যালয় অংশ নেয়। প্রায় এক মাসকাল টুর্নামেন্টের বিভিন্ন স্তরের খেলা শেষে ছেলেদের মধ্যে চরহরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম উত্তর চরসুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেয়েদের মধ্যে চরঅযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম চরভদ্রাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে উঠেন। পরে ফাইনাল খেলায় ছেলেদের মধ্যে উপজেলার চরহরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেয়েদের মধ্যে চরঅযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে শিরোপা জিতে নেন।

(ডিসি/এসপি/জুলাই ০৫, ২০২২)