রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার চন্দনীতে রোববার গুটি ইউনিয়া সার প্রদর্শনীর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্প (আপি) এর আয়োজন করে।

রোববার বেলা সাড়ে ১০টায় চন্দনী বাসস্ট্যান্ডে মাঠ দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ীর ভারপ্রাপ্ত পরিচালক কাজী আব্দুল মান্নান। সদর উপজেলা কৃষি কর্মকর্তা রকিবউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিক কুমার দাস, রুবিনা ইসলাম, উজ্জ্বল কুমার, কৃষাণী সুফিয়া বেগম।

এর আগে গুটি ইউরিয়া সার ব্যবহৃত চন্দনীর একটি ধান ক্ষেত থেকে ফসল কর্তন করা হয়। কৃষি কর্মকর্তারা এসময় গুটি ইউরিয়া সার ও সাধারণ সারের পার্থক্য তুলে ধরেন। গুটি ইউরিয়া সার ব্যবহারে ক্ষেতে অধিক ফলন হয়। কৃষকরাও গুটি সার ব্যবহারে উৎসাহিত হয়েছে বলে জানান কয়েকজন কৃষক।


(এসএসএইচ/এটি/এপ্রিল ২৭, ২০১৪)