এম এ হীরা, গোয়ালন্দ : পবিত্র ঈদুল আযহা ২০২২ উপলক্ষে দৌলতদিয়া বাজার পূর্বপাড়ার সুবিধাবঞ্চিত ১৭৮ জন নারীদের মাঝে "ঈদ উপহার বিতরণ" করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতদিয়ার মুক্তি মহিলা সমিতি (MMS) কনফারেন্স রুমে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, আবু কায়সার খান জেলা প্রশাসক রাজবাড়ী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার প্রশাসক জেলা পরিষদ রাজবাড়ী, মাহাবুর রহমান শেখ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার রাজবাড়ী, আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী চেয়ারম্যান উপজেলা পরিষদ গোয়ালন্দ, আব্দুর রহমান মন্ডল চেয়ারম্যান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ,

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার।

(এইচ/এসপি/জুলাই ০৭, ২০২২)