স্টাফ রিপোর্টার : হজ ও তাবলিগ জামায়াত নিয়ে আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের জের ধরে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করছেন ইসলামী দলসহ সাধারণ মুসল্লিরা।

শুক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দল ও সাধারণ মুসল্লিরা এ বিক্ষোভে অংশ নেন।

এদিকে এ আশঙ্কায় আজানের পরপর অতিরিক্ত পুলিশ অবস্থান নেয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায়।

গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ, তাবলিগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে মন্তব্য করে সমালোচিত হয়েছেন লতিফ দিদ্দিকী।

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী বলেছেন, তাকে শুধু মন্ত্রিসভা থেকে নয়, দল থেকেও সরিয়ে দেওয়া হবে।

বায়তুল মোকাররম মসজিদে মুসল্লি প্রবেশে কড়াকড়ি



(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০১৪ )