স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের লাইফ সাপোর্টে ভাষা সংগ্রামী আবদুল মতিন। তার স্ত্রীসহধর্মিণী গুলবদন নেসা শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর কিছুটা উন্নতি হলেও গত তিন দিন ধরে তার অবস্থা অবনতির দিকে যায়। শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্ট রাখা হয়।

ভাষা সংগ্রামী আবদুল মতিনের চিকিৎসায় নিয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন জানান, আবদুল মতিন শ্বাসকষ্টসহ নানা ধরনের জটিলতার কারণে শ্বাস নিতে পারছেন না। তাই তাকে লাইফ সার্পোটে রাখা হয়েছে। তার অবস্থা অবণতির দিকে।

গত ১৮ আগস্ট মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ অবস্থায় ভাষা মতিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নেওয়া হয়। ২০ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কের জমাটবাঁধা রক্ত অপসারণ করা হয়। তখন থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিল।

৮৮ বছরের এ ভাষা সংগ্রামী ডায়াবেটিস, রিকারেন্স হার্নিয়া ও প্রস্টেট গ্ল্যান্ডসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।

ভাষা সংগ্রামী আবদুল মতিনের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করছে।

(ওএস/এইচআর/অক্টোবর ০৩, ২০১৪)