কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ বলেছেন, লতিফকে ইস্যু করে বিএনপি যে রাজনীতি করার চেষ্টা করছে সেটা ব্যর্থ রাজনীতি করছে।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ায় তার নিজ বাড়িতে সাংবাদিকদের এ কথা বলেন।

হানিফ বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর করার জন্য সরকারের কিছু নিয়মকানুন রয়েছে সেটা সময়ের ব্যাপার। রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ সচিব হজে গিয়েছেন। তারা ফিরলেই অব্যাহতি কার্যকর হয়ে যাবে। একই সঙ্গে লতিফ সিদ্দিকীকে তার কর্মকাণ্ড থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রসঙ্গে হানিফ বলেন, ‘ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী। বিচার বিভাগ থেকে যে সিদ্ধান্ত হবে যে আইনী প্রক্রিয়া রয়েছে সে অনুযায়ীই ব্যবস্থা হবে। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী প্রমুখ।
(ওএস/এইচআর/অক্টোবর ০৩, ২০১৪)