আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পবিত্র ঈদ-উল আযহায় দক্ষিণাঞ্চলের ঘরমুখী যাত্রীদের নৌ-পথে যাতায়াত নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে লঞ্চের বিশেষ সার্ভিস। এবার বরিশাল-ঢাকা নৌ-রুটসহ দুটি ভায়া রুট মিলিয়ে ১৮টি লঞ্চ চলাচল করবে। এ বিশেষ সার্ভিস চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোঃ শহীদ উল্লাহ জানান, যাত্রীদের সেবায় এবার বাড়তি নিরাপত্তার পাশাপাশি বাড়তি সুবিধার ব্যবস্থা করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আবুল বাসার মজুমদার জানান, ঈদ-উল আযহায় এবার বরিশাল অঞ্চলের ৪ লাখের বেশী যাত্রী কর্মস্থল থেকে ঘরে ফিরবেন। তাদের কথা বিবেচনা করে নিয়মিত ৪টি লঞ্চ মিলিয়ে ১৮টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ সার্ভিসের বেলায় লঞ্চে যাত্রী হলেই ছেড়ে দেয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সার্ভিস আগামী ১৪ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি আরো জানান, লঞ্চে অধিক যাত্রী বহন থেকে বিরত রাখতে তারা কঠোর অবস্থানে রয়েছেন। এছাড়াও পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, রোভার স্কাউটস ও গার্লস গাইডের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় নতুন সংযোজন করা হয়েছে ২০ সদস্যের নৌ-পুলিশ এবং ৩০ সদস্যের বিএনসিসি’র টিম। এছাড়াও যাত্রীদের বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান, নদীপথ নিরাপদ রাখতে তারা টহলের ব্যবস্থা করেছেন। যাতে করে নিয়ম উপেক্ষা করে মালবাহী কার্গো, মাছ ধরা নৌকা বা ট্রলার লঞ্চ চলাচলে প্রতিবন্ধকতরা সৃষ্টি করতে না পারে। এছাড়াও যাত্রীদের নিরাপদ গন্তব্যের জন্য তারা সচেষ্ট। অন্যদিকে বিআইডব্লিউটিসি’র ম্যানেজার গোপাল কৃষ্ণ মজুমদার জানান, তাদের স্পেশাল সার্ভিস শুরু হয়েছে পহেলা অক্টোবর থেকে। এবারো বরিশাল-ঢাকা নৌ-রুটে তাদের ৬টি জাহাজ নিয়মিত চলাচল করছে বলেও তিনি উল্লেখ করেন।

(টিবি/অ/অক্টোবর ০৩, ২০১৪)