আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি থাকতে শেষ পর্যায়ে এসে বরিশালের আগৈলঝাড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। উপজেলার ৫ টি ইউনিয়নের বিভিন্নস্থানে অস্থায়ী এ হাটগুলো বসিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। তবে অস্থায়ী হাট গুলোর সরকারী কোন অনুমতি নেয়া হয়নি। এজন্য একদিকে সরকার যেমন হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব। অন্যদিকে রোগাক্রান্ত পশু চিহ্নিত করনে ব্যবস্থা নাথাকায় সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন।

গরুর খরকুটো এবং অন্যান্য খাবারের দাম অনেক বেশি হলেও বাজার মূল্য কম হওয়ায় তাদের অনেকেই আশাতীত লাভের মুখ দেখতে পারবেননা বলে জানান বিক্রেতারা। মৌসুমি ব্যবসায়র কারণে বাজার দরেই গরু বিক্রি করতে হচ্ছে তাদের। উপজেলার গৈলা, বাশাইল, বাগধা, ছয়গ্রাম, রত্নপুর, কালুরপাড়, পয়সারহাটসহ বেশ কয়েকটি স্থানে কোরবানি উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসেছে। সরকারী স্বীকৃতি না থাকায় হাটের উদ্যোক্তারা ময়লা-আবর্জনা পরিচ্ছন্ন করার কোন ব্যবস্থা না করায় ওই সকল এলাকায় পরিবেশ দুষিত হচ্ছে। প্রভাব খাটিয়ে কতিপয় স্থানীয় প্রভাবশালীরা ক্রেতাদের কাছ থেকে হাটের খাজনার কথা বলে ও অন্যান্য অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করলেও সরকারের কোষাগারে যাচ্ছেনা এক টাকাও।

(টিবি/অ/অক্টোবর ০৩, ২০১৪)