নওগাঁ প্রতিনিধি : দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে রেলওয়ে পশ্চিম জোনের নওগাঁর আত্রাই উপজেলার আত্রাইঘাট রেলস্টেশনটি নানা সমস্যায় জর্জরিত। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, প্লাটফর্মের টিনের ছাউনি দীর্ঘদিন সংস্কার না করার কারনে বড় বড় ফুটোর সৃষ্টি হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই প্লাটফর্মের ওপরে ঝরঝর করে পানি পড়ার কারনে যাত্রীসাধানর ভিজে যায়। প্লাটফর্মের যত্রতত্র নোংরা আর্বজনা পরে থাকে এবং ইট উঠে গিয়ে অনেক ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এখানে কোন সুপেয় পানির ব্যবস্থা নেই। গোটা প্লাটফর্ম জুড়ে তরিতরকারির দোকান, দেখে মনে হয় যেন এটা কোন হাটবাজার। বিশেষ করে প্লাটফর্মের প্রবেশদ্বারে মাছ বেচাকেনা হয়। ফলে যাত্রীসাধারণ প্রতিদিন দারুন দুর্ভোগ পোহায়। এসব দেখার যেন কেউ নেই। ট্রেনযাত্রী মোঃ ইলিয়াস আহমেদ ও ছাব্বির আহমেদ বলেন, এসব কারনে আমরা অবর্ণনীয় দুর্ভোগ পোহাই।

এ ব্যপারে আত্রাইঘাট রেলস্টেশন মাস্টার মো: সাইফুল ইসলাম বলেন, স্টেশনের সমস্যাগুলো উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরি অচিরেই সমস্যাগুলোর সমাধান হবে।

(বিএস/এসপি/জুলাই ১৩, ২০২২)