হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার মাধবীছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে পাচারকালে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের হাতে বালুভর্তি ট্রাক্টরসহ চালক আটক হয়েছে।

এ ঘটনায় ভ্রাম্যমান আদালত বালু পাচারকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হকের ভ্রাম্যমান আদালতে উপজেলার হিলালপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র উজ্জল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মাধবীছড়া থেকে একটি মহল দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে ছড়ার পাশ্ববর্তী গ্রাম ও মসজিদ ভাঙ্গনের মুখে পড়েছে।

(পিডিএস/অ/অক্টোবর ০৩, ২০১৪)