স্টাফ রিপোর্টার : অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১৫ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা খোয়া গেছে। কৌশলে খিচুড়িতে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজধানীর রূপনগর ইস্টার্ন হাউজিং গরুর হাটে শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীরা খিচুড়ি রান্না করে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাদের কাছে থাকা আড়াই লাখ টাকা নিয়ে চম্পট দেয় অজ্ঞান পার্টির দুর্বৃত্তরা। পরে হাট কর্তৃপক্ষ অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

রূপগঞ্জ হাট কর্তৃপক্ষের মো. আমিন জানান, খিচুড়ি খাওয়ার পর তারা একে একে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় রাত সাড়ে ৩টায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যবসায়ীরা কুষ্টিয়া ও নওগাঁ থেকে এসেছেন বলে মো. আমিন জানান।

ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীরা হলেন- আবু তাহের (৩৫), একরামুল (২৪), শিপন (৩০), শশী (৪০), আব্দুর রহমান (৪৫), কার্তিক (৩৫), ইয়াছিন (৩৫), আব্দুর রহমান (৩৫), মিজান (২৫), সিদ্দিক (৬০), রকিব (২০), পলাশ (২৫), সাহাদুল (৩০), জেনাত (৩৪) ও ওসমান (৪০)।

(ওএস/এইচআর/অক্টোবর ০৪, ২০১৪)