একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলো উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামের কৃষক হোসেন আলীর স্ত্রী মরজিনা বেগম (৩৫) এবং তার শিশুকন্যা চাঁদনী (৫ মাস)।

শুক্রবার (১৫ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় কালুখালী থানার ওসি মো. নাজমুল হাসান।

নিহতদের পরিবারের বরাতে ওসি জানান, বেশ কিছু দিন আগে বাইরে বিদুতের মেইন লাইন থেকে ঘরের মধ্যে টিনের বেড়া ছিদ্র করে বিদুৎ সংযোগ নিয়েছিলো। বিকেলে বৃষ্টি ও বাতাসে টিনের সঙ্গে ঘর্ষণে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। সে সময় নিহত মর্জিনা বেগম তার মেয়েকে নিয়ে ঘরে প্রবেশ করার সময় টিনের বেড়ায় হাত পড়লে সে সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

ওসি নাজমুল হাসান আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে ব‍্যবস্থা গ্রহন করা হবে।

(একে/এসপি/জুলাই ১৬, ২০২২)