নওগাঁ প্রতিনিধি : শনিবার সকালে নওগাঁ-বগুড়া মহাসড়কে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্রসহ ৪ জন নিহ দের পরিবারে চলছে শোকের মাতম। 

নিহতরা হলেন, নওগাঁর ধামইরহাট উপজেলার ধামইরহাট ইউনিয়নের জগদল গ্রামের বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত শিক্ষক ও ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তনছের আলী ও তার ছেলে ফজলে রাব্বী টগর (৩৭), ধামইরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান বিজয় (২৮) এবং নওগাঁর পত্নীতলা উপজেলার পত্নীতলা আদর্শ গ্রামের আলাউদ্দিন খানের ছেলে কার চালক সুমন হোসেন (২৯) নিহত হন। তারা একটি কার যোগে চিকিৎসার উদ্দেশে শনিবার ভোর সকালে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন।

পথে সকাল সাড়ে ৮টার দিকে সড়কের কাহালু উপজেলার দরগাহাট এলাকার সামান্য দূরে কালিয়াপুকুর রোকেয়া ফিলিং ষ্টেশন এলাকায় কারটি পৌঁছামাত্র বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে তারা মারা যান। কারের অপর যাত্রী উপজেলার জগৎনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২০) গুরুতর জখম হয়ে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত তনছের আলী এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি ধামইরহাট ইউনিয়ন পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন। স্থানীয় জগদল আদিবাসী স্কুল ও কলেজ থেকে তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন। এদিকে তাদের মৃত্যুর খবর এলাকায় পৌঁছামাত্র পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবার ও এলাকাবাসী মর্মান্তিক এ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না। তাদের স্বজনদের আহাজারীতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।

(বিএস/এসপি/জুলাই ১৬, ২০২২)