শিমুল সাহা, লক্ষ্মীপুর : বর্তমান সরকারী দলের বিগত নির্বাচনী প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ৪ ঘটিকার সময় জেলা মুক্তিযোদ্ধা মার্কেটের সম্মুখে উক্ত প্রতিবাদ সমাবেশ ও বাজার প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এডঃ রতন লাল ভৌমিক সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য এডঃ জহর লাল ভৌমিক, সদস্য এডঃ শৈবাল কান্তি সাহা, সহ সাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার, পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা, আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি এডঃ প্রিয়লাল নাথ, কমলনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ মিলন মন্ডল, রামগঞ্জ উপজেলার সভাপতি অপূর্ব সাহা অপু, সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি শিপন মজুমদার, রায়পুর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শংকর মজুমদার, মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভানু নাগ, যুব ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি রাজবিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক ঝুটন কুরী ও ছাত্র ঐক্য লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি শশাঙ্ক মজুমদার প্রমুখ।

(এস/এসপি/জুলাই ১৬, ২০২২)