গাজীপুর প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট থাকায় উত্তরবঙ্গগামী গাড়ি চলছে দীর্ঘ সারিতে থেমে থেমে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও এর আশেপাশের মহাসড়কগুলোতে ৪০কিলোমিটার এবং কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের চন্দ্রা থেকে কবিরপুর পর্যন্ত ৮কিলোমিটার মহাসড়কে যানজট বিড়ম্বনায় পড়েছে উত্তরবঙ্গগামী ঘরমুখো যাত্রীরা।

যানজটে আটকাপড়া যানবাহনের মধ্যে পণ্যবোঝাই ট্রাকের সংখ্যাই বেশি। তবে পণ্যবাহী অনেক ট্রাকের উপর চেপে বসেছেন ঘরমুখো মানুষ।

কালিয়াকৈর থানার ওসি জানান, শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে গরুবাহী ট্রাক বিকল হওয়ায় এই যানজট শুরু হয়। এ ছাড়া মহাসড়কে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পরিবহন থাকায় এ যানজট আরও প্রকট আকার ধারণ করেছে।

তিনি জানান, শুক্রবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত তীব্র যানজটের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকলেও সকাল সাড়ে ৮টা থেকে ওই রুটে ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন নারী ও শিশুরা। এমন যানজট পরিস্থিতিতে সড়ক ব্যবস্থাপনায় গাফিলতিকে দুষছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

(ওএস/এইচআর/অক্টোবর ০৪, ২০১৪)