আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : শান্তির বার্তা নিয়ে দেবী দুর্গার আগমন সনাতন ধর্মসহ অসাম্প্রদায়িক জনগনকে যেমন ঐক্যবদ্ধ করেছে, তেমনি অহিংস রাজনীতি ও সকল ধর্মের লোকজনের মিলন মেলা বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশের উজ্জল দৃষ্টান্ত হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করেছে।

বরিশাল বিভাগের সবচেয়ে বেশী পূজা আগৈলঝাড়া অনুষ্টিত হয়েছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আবহমানকাল থেকে এদেশে শারদীয় উৎসব পালন হয়ে আসছে, ভবিষ্যতেও হবে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে হিন্দুরা নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে পারে। অন্য কোন দল রাষ্ট্র ক্ষমতায় থাকলে এটা হয়না।

শুক্রবার রাতে আগৈলঝাড়া উপজেলার গৈলা দাসের বাড়ি দুর্গা মন্দির, উপজেলা সদরের বিষ্ণু মন্দির, কেন্দ্রীয় দূর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ একথা বলেন। এসময় তিনি বিভিন্ন পূজা মন্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তার সাথে ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী মিয়া, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক অসিম দাসগুপ্ত, সমকালের সহযোগি সম্পাদক অজয় দাসগুপ্ত, সুপ্রিম কোর্ট আইনজীবি রনজিত কুমার সমদ্দার, পুলিশ সুপার এহসান উল্লাহ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্ট, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসসহ দলীয় নেতা কর্মীরা।

(টিবি/জেএ/অক্টোবর ০৪, ২০১৪)