দীপক চক্রবর্তী

দিন দিন বিশ্বাস আর ভালোবাসা
হারিয়ে যাচ্ছে
চারিদিক বিষ বাষ্প প্রবাহিত হাওয়ায়
আমাদের ক্রমেই নিশ্বাস বন্ধ হয়ে আসছে!
আমরাও তো রক্ত মাংসে গড়া মানুষ
এ বিশ্বাসটা আজ হারিয়ে ফেলছি,
এর পর কি হবে ?
আর কতো?
এখানেও কি শেষ নয়?
আর কতো ট্রাজেডি দেখতে হবে?
দেখতে হবে দানবের অট্টহাস্য
আসলে কি আমরা হিন্দুরা - মানুষ না ?
নাকি, মানুষ হতে পারেনি?
কেনো এই সভ্যতার যুগে বর্বর পৈচাশিক ঘটনা?
কেনো জ্বালাও পুড়াও
কেনো ভাংচুর কোন এক অজুহাতে?
তাহলে কি শান্তি পাবেনা - হিন্দুরা ?
আর কতো অন্যায় অত্যাচার করবে?
আর কতো মিথ্যা তামাশা করবে - এ জাতি কে নিয়ে?
আর কতো?
কেনো?
কেনো?
কেনো ?
তোমরা কি লাভ পাও - বলো ?
তোমাদের ও স্বজন আছে
তারাও তো রক্ত মাংসে গড়া
মানুষ নামের দাবিদার -
পারবে কি তাদের উপর এমন পৈচাশিক বর্বরতা চালাতে?
যদি না পারো
তাহলে তামাশা বন্ধ করো
দোহাই! তামাশা বন্ধ করো-
বন্ধ করো বর্বরতা ----
আমাদের বাচতে দাও
দোহাই - দোহাই -দোহাই –