একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ী কালুখালী থানা এলাকা থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদ হাসান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খামারবাড়ি হতে মাদক সহ তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত যুবক উপজেলার বড় বাংলাট গ্রামের মৃত সমেজ শেখের ছেলে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদক ব্যবসায়ী জাহিদ হাসান উপজেলার খামারবাড়ি এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

(একেএমজি/এসপি/জুলাই ১৭, ২০২২)