ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিবেশী দুই পক্ষের সংঘর্ষে জেরিন আক্তার নামের ২ বছরের এক শিশু নিহত হয়েছে।

ঘটনাটি উপজেলার ভমরাদহ ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে ঘটে। নিহত শিশু জেরিন আক্তার স্থানীয় জাকির হোসেনের মেয়ে।

রোববার সকালে নিহত শিশুর বাবা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে, ওইদিন রাতেই মামলার এজাহারভুক্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়।

মামলার বরাতে পীরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) সাধন জানান, ১৫ জুলাই বিকালে বাড়ির পাশে শিশুরা ফুটবল খেলছিল৷ এসময় বল গিয়ে বিবাদী পক্ষের এক মহিলার গায়ে লাগলে দু পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরদিন আবার একই ঘটনার জের ধরে দু পক্ষের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে ঝগড়া সংঘর্ষে রুপ নেয়। এতে দু পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় শিশু জেরিনের মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, লাশের ময়না তদন্ত হয়েছে। প্রতিবেদনে আরও বিস্তারিত জানা যাবে। সংঘর্ষের ঘটনায় নিহত শিশুর বাবা জাকির হোসেনও গুরুতর আহত হয়েছেন। আমরা জেনেছি আগে থেকে এই দুই প্রতিবেশীর মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। আমরা ঘটনার তদন্ত করছি এবং বাকি আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা করছি।

(এফআর/এসপি/জুলাই ১৮, ২০২২)