একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ফের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৪ কেজি ৭০০ গ্রাম। 

সোমবার ( ১৮ জুলাই ) সকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে জেলে জয়নাল হলদারের জালে মাছটি ধরা পরে। মাছটিকে বিক্রির জন্য স্থানীয় আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভীড় করে স্থানীয়রা।

এ সময় দৌলতদিয়ার মাছ ব্যাবসায়ীদের অংশ গ্রহনের উম্মক্ত ডাকের মাধ্যমে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট বলেন, পদ্মা নদীর পানি কিছুটা কমছে, যে কারনে এখন বড় বড় মাছগুলো খাবারের সন্ধানে নদীর কিনারায় আসছে। এতে মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পরছে। সোমবার সকালে জয়নাল হলদারের জালে ধরা পরা প্রায় ২৫ কেজি ওজনের বাগাইড় মাছটি ১১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার টাকায় কিনে নেই। মাছটিকে আপাতত ঘাটের পল্টুনের সাথে বেধে রাখা হয়েছে। সেই সাথে ঢাকার ব্যাবসায়ীদের সাথে টেলিফোনে যোগাযোগ করা হচ্ছে। একটু বেশি দাম পেলেই বিক্রি করা হবে।

(একে/এসপি/জুলাই ১৮, ২০২২)