স্টাফ রিপোর্টার, ঢাকা : ভাষাসৈনিক আবদুল মতিনের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে। তিনি শুক্রবার থেকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। তার শরীরের তাপমাত্রা ওঠানামা করছে। তার শারীরিক অবস্থার উন্নতি থেমে গেছে। অবস্থা সংকটাপন্ন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া শুক্রবার রাতে একথা জানিয়েছেন।

প্রায় আড়াই মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আবদুল মতিন। এর আগে গত ১৮ আগস্ট তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে এক দিন পরই তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

২০ আগস্ট তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরও তার অবস্থা অনেকটা অপরিবর্তিত ছিল। গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিএসএমএমইউতে ভর্তির পর থেকেই আবদুল মতিন নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

(ওএস/অ/অক্টোবর ০৪, ২০১৪)