একে আজাদ, রাজবাড়ী : বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে “এই প্রতিপাদ্যে এক দিন ব্যাপী রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে ফল মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলার হলরুমে এ মৌসুমি ফল মেলার আয়োজন করা হয়। বিভিন্ন ধরনের ফলে সুঘ্রাণে মুখরিত ছিল অনুষ্ঠান স্থল। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইচ চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ।

এ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা গণ, সাংবাদিক বৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক এবং খামারি প্রমুখ। এ ফল মেলায় আম, কাঠাল, আনারস, পেপে, পেয়ারা, লিচু, কলা, লটকন, জামরুল, খেজুর, ড্রাগন প্রভৃতি ফলসহ প্রায় অনেক প্রজাতির ফল প্রদর্শন করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত রাখা এবং পুষ্টিমান সম্পন্ন নানান ধরনের ফলের সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয়।

(একে/এসপি/জুলাই ১৯, ২০২২)