টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সোহাগপাড়া এলাকায় শনিবার দুপুরে অতিরিক্ত যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে উল্টে খাদে পরে শিশু ও মহিলাসহ ৪০ জন আহত হয়েছে।

আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃতদের মধ্যে ১১ জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সুত্র জানিয়েছে।
আহতদের সবার বাড়ি রংপুর ও দিনাজপুর জেলায় বলে জানা গেছে।

গোড়াই হাইওয়ে থানার ওসি যুবাইদুল আলম জানান, চট্রগ্রাম থেকে রংপুরগামী অতিরিক্ত যাত্রীবাহী একটি বাস উক্তস্থানে অভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রন হারালে বাসটি উল্টে খাদে পরে যায় । এতে অন্তত ৪০ জন শিশু ও নারী পুরুষ আহত হয়। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

(এমএনইউ/জেএ/অক্টোবর ০৪, ২০১৪)