একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ীতে ৩য় পর্যায়ের ২য় ধাপে আরও ৬৪৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে আশ্রয়ন প্রকল্পের ঘরসহ ২ শতাংশ জমি। 

মঙ্গলবার ১৯ জুলাই দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পড়েন জেলা প্রশাসক আবু কায়সার খান, এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা (সার্বিক) প্রশাসক মোঃ মাহাবুর রহমান, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, এনডিসি সাইফুল হুদা, সহকারী কমিশনার বিপুল শিকদারসহ রাজবাড়ীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২১শে জুলাই ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্ধোদন ঘোষণা করবে৷ রাজবাড়ী জেলার সদর উপজেলায় ৪৫ টি, পাংশা উপজেলায় ২০০টি, কালুখালি উপজেলায় ১২ টি, বালিয়াকান্দি উপজেলায় ২২০ টি ও গোয়ালন্দ উপজেলায়১৬৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে এ ঘর। জেলায় ইতিমধ্যে ১ম পর্যায়ে ৭৬০ টি, ২য় পর্যায়ে ৪৩০ টি ও ৩য় পর্যায়ের ১ম ধাপে ২৮৬ টি পরিবারের মাঝে ২ শতাংশ জমি সহ ঘর হস্তান্তর করা হয়।

(একেএমজি/এএস/জুলাই ১৯, ২০২২)