মুন্সীগঞ্জ প্রতিনিধি : মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের মাওয়া প্রান্তে যানজট পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। শনিবার রাত সোয়া ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নদী পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৪ শতাধিক যানবাহন।

ঈদে ঘরমুখো প্রাইভেটকারসহ ছোট ছোট গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় শনিবার ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়ে বিকেলে তা বিশাল আকার ধারণ করে। এতে আটকে পড়া যানবাহনের সংখ্যা প্রায় ছয় শতাধিক ছাড়িয়ে যায়। পরে যাত্রীবাহী গাড়ি ও বাস অগ্রাধিকার ভিত্তিতে পারাপার শুরু হলে চাপ কমতে শুরু করে।

রাত সোয়া ৯টায় অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে শতাধিক যাত্রীবাহী বাস, প্রাইভেটকারসহ ছোট ছোট গাড়ি এবং তিন শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে।
মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খন্দকার খালিদ হোসেন যানজট কমতে শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাস ও ছোট গাড়ি পারাপার শুরু হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। যাত্রীবাহী গাড়ির পর মাওয়া ঘাট এলাকা ও শ্রীনগরের ছনবাড়ি এলাকায় পারাপারের অপেক্ষায় আটকে থাকা তিন শতাধিক ট্রাকও পারাপার করা হবে।

(ওএস/অ/অক্টোবর ০৪, ২০১৪)