একে আজাদ, রাজবাড়ী : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২ শতাংশ জমিসহ সারাদেশে ঘর পেয়েছে ২৬ হাজার ২২৯টি ভূমি ও গৃহহীন পরিবার। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ঘরগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশের ২৬ হাজার ২২৯টি ঘরের মধ্যে রাজবাড়ীর পাংশা উপজেলায় ঘর পেয়েছে ২০০টি ভূমি ও গৃহহীন উপকারভোগী পরিবার। সে আলোকে পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপকারভোগীদের সাথে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয় উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ভার্চুয়াল এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমান শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মণ্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত নাসনীম আওন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস ও মোছা. রোকেয়া বেগম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার সরিষা ইউনিয়নে ১২৩টি, কলিমহর ইউনিয়নে ৪৬টি, যশাই ইউনিয়নে ৯টি এবং পাংশা পৌর শহরে ২২টিসহ উপজেলায় মোট ২০০টি ঘর পেয়েছে উপকারভোগী ভূমি ও গৃহহীন পরিবার। এর আগেও উপজেলায় এ প্রকল্পের ঘর পেয়েছে ২৩০টি পরিবার।

(একে/এসপি/জুলাই ২১, ২০২২)