পঞ্চগড় প্রতিনিধি : প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পঞ্চগড়ের করতোয়া নদীতে ডুবে দক্ষনাথ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝারি এলাকার করতোয়া নদীতে প্রতিমা বিসর্জনকালে দক্ষনাথ নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ৬টায় তার লাশ উদ্ধার করে একদল ডুবুরী।

ম‍ৃত দক্ষনাথ দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গীরহাট গ্রামের জয়প্রসাদের ছেলে। সে স্থানীয় কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পামুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চৌধুরী মো. তানভীর যোবায়ের হোসেন জানান, দুপুরে দক্ষনাথ প্রতিমা বিসর্জন দিতে ধুলাঝারি এলাকার করতোয়া নদীতে যায়। প্রতিমা বিসর্জনের সময় দক্ষনাথসহ কয়েকজন নদীতে পড়ে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও দক্ষনাথ নিখোঁজ থাকে।

অনেক খোঁজাখুজির পরও তাকে না পেয়ে রংপুর থেকে ডুবুরী আনা হয়। ডুবুরিরা সন্ধ্যা ৬টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করে।

এদিকে, দক্ষনাথের সৎকারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফাজ্জল হোসেন ১০ হাজার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান দুই হাজার টাকা প্রদান করেছেন বলে মৃতের পরিবার সূত্র জানিয়েছে।

(ওএস/অ/অক্টোবর ০৪, ২০১৪)