গাজীপুর প্রতিনিধি : ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় যানজটের অবস্থা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কম হয়েছে এমন বলা যাবে না। তবে অন্যবারের তুলনায় এবার মানুষ অনেক স্বচ্ছন্দে ঘরে ফিরছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর সড়কে যানজটে আটকে পড়া যাত্রীদের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মন্ত্রী ওবায়দুল কদের।

আজকের পর মহাসড়কগুলোতে আর যানবাহনের চাপ থাকবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ, কয়েকজন সেনা কর্মকর্তা ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

(ওএস/অ/অক্টোবর ০৪, ২০১৪)