একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : দীর্ঘ পাঁচ মাস অসুস্থ থাকার পর সুস্থ হয়ে নিজ জেলা রাজবাড়ীতে ফিরে এসেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। গত ৫ মাস তিনি বাংলাদেশ, ভারতের দিল্লি ও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে তিনি রাজবাড়ীতে আসেন। এর আগে দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাটের দৌলতদিয়া প্রান্তে জেলা আওয়ামী লীগসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে তিনি গাড়িবহর নিয়ে রাজবাড়ী জেলা শহরের উদ্দেশ্যে রওনা হন।

এর আগে চলতি বছরের (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ীর নিজ বাসভবনে ব্রেন স্ট্রোক করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। এরপর তাকে হেলিকপ্টার যোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ২১ ফেব্রুয়ারি তাকে ভারতের দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে নেওয়া হয়।

দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে চিকিৎসা শেষে কাজী হারাদত আলী ঢাকার বাসায় আসেন ৯ মে। পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য ২৩ জুন সিঙ্গাপুরে যান এই নেতা। সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৩ জুলাই দেশে এসে ঢাকার বাসায় ওঠেন তিনি।

তার ফিরে আসা নিয়ে গত কয়েকদিন যাবত নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।

(একেএমজি/এএস/জুলাই ২২, ২০২২)