একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দী গ্রামের রাশেদুল খানের ছেলে আশিক খান (১৩) হত্যা মামলার মূল আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ই জুলাই) বালিয়াকান্দি থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনা নিশ্চিত করেছে।

গ্রেফতার কৃত আসামী হলো বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৌকুরী গ্রামের টিটুর ছেলে আমিনুল (২৪)।

এর আগে গত ১৬ই জুলাই সকালে কিশোর আশিক খান নিখোঁজ হওয়ার দিন সকালে তার বাবা রাশেদুল খান কে পাট কাটার জন্য মাঠে রেখে ১৫ দিন আগে বানানো নতুন ভ্যানগাড়ি নিয়ে বের হয় জীবিকার জন্য। সারা দিন একবারও বাড়িতে না আসায় দুশ্চিন্তা হচ্ছিলো পরিবারের।তার পিতা সন্ধ্যার আগে বালিয়াকান্দি বাজারে গিয়ে পরিচিত ভ্যানচালকদের কাছে জিজ্ঞাসা করে, কেউ আকাশকে দেখছে কিনা। কিন্তু, কেউই তার খোঁজ দিতে পারেনি।

গত (১৭ই জুলাই) আশিকের পিতা রাশেদুল খান বালিয়াকান্দি থানা সাধারণ ডাইরি করেন (ডাইরি নং-৭৩২)৷

বালিয়াকান্দি থানা পুলিশ গত ২০ই জুলাই নিখোঁজ আশিকের লাশের সন্ধান পায়। পরে উপজেলা জংগল ইউনিয়নের পুরুলিয়া গ্রামের চেচুয়াবিল সোলাইমানের পুকুরপাড় হতে রাত ৯ টায় আশিকের বিগলিত লাশ উদ্ধার করা হয়। এ সময় পাংশা সার্কেল অফিসারসহ বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করেন।

বালিয়াকান্দি থানায় ২০ জুলাই রাতেই মামলা রুজু করা হয়।পরদিন ২১ই জুলাই বিকেলের মধ্যে আসামী আমিনুল কে গ্রেফতার সহ চোরাই ভ্যানগাড়িটি উদ্ধার করা হয়।আসামী প্রাথমিকভাবে পুলিশের কাছে উক্ত হত্যারকান্ডটি ঘটিয়েছে তা স্বীকার করে।

পাংশা সার্কেল সিনিয়র এ এস পি সুমন কুমার সাহা বলেন, ভিকটিমের বয়স মাত্র ১৩ বছর। ভিকটিম ও আসামীর বাড়ি পাশাপাশি। মূলত আসামী আমিনুল ভিকটিমের ভ্যানগাড়ি চুরি করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই এবং মাত্র ১২ ঘন্টার মধ্যে আমরা মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতারসহ চোরাই ভ্যানগাড়িটি উদ্ধার করতে সক্ষম হই।

(একেএমজি/এএস/জুলাই ২২, ২০২২)