জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জ সীমান্তে শনিবার ভারতীয় এক নাগরিকের লাশ বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা, এ.এস.পি ফারুক আহমদ, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, ইউএনও টিটন খীসা, জকিগঞ্জ থানার ওসি জামশেদ আলম, বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন, বিজিবির মানিকপুর কোম্পানী কমান্ডার আজিজুর রহমান, ভারতীয় বিএসএফের কোম্পানী কমান্ডেন্ট পি.এম গণেশ, করিমগঞ্জ থানার ওসি এন. বি. নাথ, পাঁচগ্রাম থানার এস.আই গিতেশ ভট্টাচার্য, নিহতের আত্মীয় মৃনাল কান্তি দাস ও শংকর দাস।

সিলেটের এস.পি নুরে আলম মিনা জানান, বিশ্বনাথ থানা এলাকার সুরমা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পকেটে হিন্দুস্থান পেপার মিলের একটি আইডি কার্ডে নিহত ব্যক্তি ভারতের কাঁছাড় জেলার পাঁচগ্রাম থানার শ্রীকোনা গ্রামের মৃত লোহিত কুমার দাসের ছেলে অভিজিৎ দাস বলে জানা যায়। পরে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা করে লাশ হস্তান্তর করা হয়।

(এসপি/জেএ/অক্টোবর ০৫, ২০১৪)