একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : গরু ব্যবসায়ী হাবিবুর রহমান খান (৬০) এর মরদেহ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। সে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলি গ্রামের বাসিন্দা।

শনিবার (২৩ জুলাই) বিকেলে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রামের বসত বাড়ির গোয়ালঘরে দুই ফুট মাটির নিচে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ সিদ্দিক মন্ডল (৬১) ও তার স্ত্রী নার্গিসকে আটক করেছে কালুখালী থানা পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার থেকে গরু ব্যবসায়ী হাবিবুর রহমান খান নিখোঁজ ছিলেন। এরপর বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও মোবাইল ফোনের কললিস্ট যাচাই বাছাই করে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ধর্ষণ চেষ্টার দায়ে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, হাবিবুর রহমান খান বৃহস্পতিবার সন্ধ্যার পর আটক নার্গিসকে ধর্ষণ চেষ্টা করতে যান। এর আগে নার্গিসকে কুপ্রস্তাব নিয়ে আসছিলেন তিনি। কুপ্রস্তাব মেনে না দিলে তার দিকে আসলে ধারালে একটি অস্ত্র দিয়ে খুন করা হয় হাবিবুর রহমানকে। এরপর তার লাশ সিদ্দিক মন্ডলের সহায়তার মাটির নিচে পুতে রাখেন তারা।

আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিতে রাজি হয়েছেন বলে জানায় পুলিশের একটি সূত্র।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসানে বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সিদ্দিক মন্ডল ও তার স্ত্রী নার্গিসকে আটক করা হয়েছে। মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আসামিদের গ্রেফতার দেখানো হবে।

(একেএমজি/এএস/জুলাই ২৩, ২০২২)