স্পোর্টস ডেস্ক : গুঞ্জন ছিলো, মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাবেন সাকিব আল হাসান। কিন্তু আসন্ন জিম্বাবুয়ে সফরে যাবেন না এ বিশ্বসেরা অলরাউন্ডার। তাই তার কাঁধে অধিনায়কত্ব দেওয়ার সুযোগ ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে।

যে কারণে জিম্বাবুয়ে সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে। সাকিবের মতে, যোগ্য ব্যক্তি হিসেবেই অধিনায়কত্ব পেয়েছেন সাকিব। একটি বেসরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

সাকিবের ভাষ্য, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য এবং বিসিবি মনে করেছে ও ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, এজন্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভকামনা জানাচ্ছি। আশা করি জিম্বাবুয়ে সিরিজ ওর জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারবে।’

ভবিষ্যতে টি-টোয়েন্টিতেও অধিনায়কত্ব করবেন কি না জানতে চাওয়া হলে টাইগারদের টেস্ট অধিনায়ক নিজের ফরম্যাট নিয়েই কথা বলেন, ‘টেস্টে আমাদের সময় লাগবে। ভালো করার জন্য সময় লাগবে। আমাদের দলের এখন ট্র্যানজেকশন একটা সময়ের মধ্য দিয়ে দল যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই আমাদের একটু সময় লাগবে।’

(ওএস/এএস/জুলাই ২৪, ২০২২)