আন্তর্জাতিক ডেস্ক : অ্যাপলের নতুন আইফোন ভারতের বাজারে আসতেই নড়েচড়ে বসেছে স্যামসাং। সে কারণেই নতুন ফ্যাবলেট গ্যালাক্সি নোট ৪ বাজারে আনতে চলেছে স্যামসাং।

জানা গেছে, দীপাবলীর আগেই ভারতের বাজারে পা রাখতে চলেছে স্যামসং গ্যালাক্সি নোট ৪। দক্ষিণ কোরিয়ার এই মোবাইল সংস্থাটি ফেইসবুক পোস্টে এ কথা জানিয়েছে।

স্যামসাংয়ের পোস্ট অনুযায়ী, আগামী ১০ অক্টোবর ভারতীয় বাজারে পা রাখতে চলেছে গ্যালাক্সি নোট ৪। এই ফ্যাবলেটটির দাম নিশ্চিত না হলেও আশা করা যায় এটির দাম হতে পারে ৫০ হাজার টাকার কাছাকাছি। যদিও স্যামসং গ্যালাক্সি নোট ৩ এর দাম ছিল ৪৯ হাজার ৯৯০ টাকা।

ইতোমধ্যে চীন ও দক্ষিণ কোরিয়ার বাজারে চালু হয়েছে এই ফ্যাবলেট। স্যামসাং জানিয়েছে, অ্যাপল এই দুটি দেশেই এখনও তাদের আইফোন ৬ আনতে পারেনি। এই ফ্যাবলেটের বিভিন্ন ফিচারের মধ্যে রয়েছে, ৫.৭ ইঞ্চি ডিসপ্লে। ১০৮০x১৯২০ পিক্সেল এইচডি রেজোলিউশন। অক্টা কোর প্রসেসর, ৩ জিবি র‍্যাম, ৪ জিবি ইন্টারনাল মেমোরি, ১৬ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ৩.৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

(ওএস/অ/অক্টোবর ০৫, ২০১৪)