ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া উজানিসার নামকস্থানে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

রবিবার সকালে সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে। উজানিসা সেতু থেকে মাইক্রোবাসটি পড়ে যায়। পরে খালে ডুবে যাওয়া মাইক্রোবাস থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন অফিসার মো. ওয়ালিউল্লাহ জানান।মাইক্রোবাসটি তীরে উঠানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টিয়ারা গ্রামের হানিফ মিয়ার স্ত্রী রুবিনা বেগম (২৫) এবং সাত বছর বয়সী তার দুই যমজ ছেলে নীরব ও সৌরভ। ঈদের ছুটিতে ঢাকার মিরপুর থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন তারা।

চালক ঘুমিয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন নিহত রুবিনা বেগমের স্বামী হানিফ। হানিফ মিয়া এবং মাইক্রোবাসের অন্য দুই আরোহী জানালা দিয়ে বেরিয়ে আসতে পারলেও রুবিনা ও তার দুই যমজ সন্তান ভেতরে আটকা পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/অ/অক্টোবর ০৫, ২০১৪)