স্টাফ রিপোর্টার, ঢাকা : গ্যাসের দাম বৃদ্ধি করা হলে বিএনপি তা কঠোর কর্মসূচির মধ্য দিয়ে প্রতিরোধ করবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার সকালে রাজধানী নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা জনগণের উপর সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বলে চাপিয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রী আচারণে মনে হয়, জনগণের উপরেই যেন তার যত ক্রোধ। তিনি তার চেপে রাখা ক্রোধ হালকা করতেই জনগণকে কষ্টের মধ্য ঠেলে দিচ্ছে। এই কারণেই একের পর এক করের বোঝা, গ্যাস, পানি ও বিদ্যুতের ন্যায় জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি করে জনগণের উপর প্রতিশোধ নিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

আন্দোলনের নামে নৈরাজ্য করলে বিএনপির বিরুদ্ধে আরো মামলা করা হবে- খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের এই বক্তব্যে পরিপ্রেক্ষিতে রিজভী বলেন, বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলাগুলো হচ্ছে আওয়ামী লীগের মামলা। তাই এই মামলাগুলোর কোন ভিত্তি নেই। আওয়ামী লীগ নিজে বিএনপির নেতাদের নামে মিথ্যা ও বানোয়াট মামলাগুলো লালন-পালন করছে।

ঈদ উপলক্ষে বাস, ট্রেন ও লঞ্চে ব্যাপক হারে চাঁদাবাজী হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আর এর সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা জড়িত। এই বিষয় জানা সত্বেও সরকার এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সংবাাদ সম্মেলনে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, যুব দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/অ/অক্টোবর ০৫, ২০১৪)