স্টাফ রিপোর্টার, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় আব্দুল গফুর (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ এর সদস্যরা। রবিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা অপর যুবক পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার ও সহকারি পুলিশ সুপার মারুফ আহমেদ বলেন, ‘রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের শেরেবাংলা রোডের কাটাসুরের ১২৭/এ নম্বর বাসায় দুই যুবক এসে দরজা খুলতে বলে। এসময় সাজেদা বেগম ঘরের দরজা খুলে দিলে ওই যুবকরা ঘরে প্রবেশ করে নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

এসময় গ্রেপ্তারকৃত আবদুল গফুর সাজেদার হাত থেকে মোবাইলটি কেড়ে নেয়। অপর যুবক নুরে আলম কোমর থেকে একটি চাকু বের করে সাজেদা বেগম ও তার ছেলে-মেয়েকে মারার হুমকি দেয়। এসময় সাজেদা বেগম কৌশলে ছোট ছেলেকে পাশের বাড়ি থেকে টাকা আনার কথা বলে বাড়ির বাইরে পাঠিয়ে দেন।

ছেলেটি বের হয়েই মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন র‌্যাব ক্যাম্পে এসে খবর দেয়। র‌্যাব-২ এর একটি দল ওই বাসায় পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল গফুরকে চাঁদার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। অপর আসামি নুরে আলম র‌্যাব আসার আগেই পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত যুবক হাজারীবাগ থানার গনকটুলী লেনের ৩৭/৭ নম্বর বাড়ির চাঁন মিয়ার ছেলে আবদুল গফুর। আর পালিয়ে যাওয়া দুর্বৃত্ত কামরাঙ্গীর চরের রসুলপুরের ৮ নম্বর গলির নুরে আলম।

(ওএস/অ/অক্টোবর ০৫, ২০১৪)