স্টাফ রিপোর্টার, ঢাকা : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মেঘমুক্ত সকাল সাতটায় এ জামাত শুরু হয় এবং শেষ হয় সকাল সাতটা ১২ মিনিটে।

এতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। জাতীয় মসজিদে জামাত পড়ার জন্য মুসল্লিদের উপচেপড়া ভিড় রয়েছে। রাস্তার দুই পাশে হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে ছিলেন।

বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মিজানুর রহমান এতে ইমামতি করেন।

বায়তুল মোকাররম মসজিদে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথমট অনুষ্ঠতি হয়েছে। এরপরের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। তারপরের জামাত হবে সকাল নয়টায়।

এছাড়া সকাল ১০ ও ১১টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে।

(ওএস/অ/অক্টোবর ০৬, ২০১৪)