গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : নদীতে মাছ ধরতে গিয়ে অসাবধানবশত অন্যের একটি জাল ছিঁড়ে ফেলার অপরাধে সাগর বর্মণ (২২) নামের একটি হিন্দু দরিদ্র ছেলেকে অমানবিক ভাবে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে কিছুসংখ্যক সন্ত্রাসী। তার অবস্থা আশংকাজনক।

সাগর বর্মণের বাবার নাম গোপাল বর্মণ। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের দুর্গারামপুর গ্রামে। টাকার অভাবে গুরুতর আহত সাগরের সুচিকিৎসাও করাতে পারছে না তার দরিদ্র পরিবার। প্রতিবেশীরা জানিয়েছেন, হয়তো সুচিকিৎসার অভাবে সাগরকে বাঁচানো যাবেনা।

এ অমানবিক ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়েছেন এলাকাকাসি। ইতিমধ্যে দরিদ্র সাগর বর্মণের পরিবারের পক্ষ থেকে নবীনগর থানায় এ বিষয়ে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

জানা গেছে, দুর্গারামপুরের পাশ্ববর্তী চড় কেদারখোলা গ্রামের কতিপয় উশৃযখল যুবক এ ঘটনা ঘটিয়েছে। পরে দুর্গারামপুরের কিছু মানুষ তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতাণে এনে ভর্তি করেন। তবে টাকার অভাবে নির্দযাতনের শিকার দরিদ্র ওই ছেলেটির সুচিকিৎসা হচ্ছে না বলে তার আত্মীয়েরা জানিয়েছেন।

গতকাল বুধবার রাতে প্রত্যন্ত দুর্গারাপুর থেকে নির্যাতনের শিকার সাগরের মামাসহ চারজন প্রতিবেশী দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপুর বাসায় এসে পুরো ঘটনার বর্ণনা দিয়ে এর প্রতিকার দাবী করেন। এসময় সাংবাদিক অপু বিষয়টির প্রতিকার চেয়ে বীরগাঁও ইউপির চেয়ারম্যান আসমনোয়ার হোসেন ও নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা জেলার এডিশনাল এসপি সিরাজুল ইসলামের সঙ্গে কথা বলে তাঁদের সহায়তা চান।

এ বিষয়ে চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন,'আমি পুরো ঘটনাটি জেনেছি। তবে আমি এখন ঢাকায়। কাল গ্রামে যাবো। শুনেছি, টাকার অভাবে ছেলেটির চিকিৎসা হচ্ছেনা। তাই সবার আগে ছেলেটির সুচিকিৎসা করতে হবে। সেজন্য আমি ছেলেটির চিকিতসার জন্য আমার তরফ থেকে ১০ হাজার টাকা পৌঁছে দেয়ার জন্য স্থানীয় দুলাল মেম্বারকে অনুরোধ করেছি। আমি কাল গ্রামে এসে ছেলেটিকে দেখতে যাবো। এরপর গ্রামের সাহেব সর্দারদের নিয়ে ঘটনাটির একটি কঠোর বিচার করবো।'

এডিশনাল এসপি সিরাজুল ইসলাম বলেন,'ঘটনাটি খতিয়ে দেখে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।"

(জিডি/এসপি/জুলাই ২৮, ২০২২)