নিউজ ডেস্ক, ঢাকা : কোরবানীর পশুর বর্জ্য ঈদ-উল-আজহার আনন্দের মাঝে রাজধানীবাসীর জন্য অভিশাপ হয়ে দেখা দেয়। তবে এবার ৩৬ ঘণ্টার মধ্যে কোরবানীর পশুর বর্জ্য সরিয়ে ফেলতে কাজ শুরু হয়েছে। নগরী থেকে ৪৪ হাজার টন বর্জ্য পরিষ্কারের পরিকল্পনা নিয়ে তৎপর রয়েছে নগর কতৃপক্ষ।

সোমবার সকাল থেকে ময়লাবাহী অতিরিক্ত গাড়ি, ও জীবানুনাশক নিয়ে কাজে নেমেছে ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ। দুর্গন্ধ না ছড়াতে পরিবেশ বান্ধব বিনামূল্যে পলিথিন ব্যাগ ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে। কোরবানীর পরই পশু বর্জ্য সংগ্রহ করে দ্রুত ডাম্পিং স্টেশনে নিয়ে যেতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন তারা।

এজন্য ঈদের আগের দু’দিন থেকেই জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং ও লিফলেট বিতরণ করে আসছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। ৩৬ ঘণ্টার মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত করতে ঢাকার দুই সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ঈদের দিন সকাল থেকেই করপোরেশনের জনবল তাদের যন্ত্রপাতি নিয়ে মাঠে নেমেছে।

ডিসিসি দক্ষিণের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. রকিব উদ্দিন ভূঁইয়া সংবাদমাধ্যমকে জানান, নগরবাসী ব্যাগের মাধ্যমে বর্জ্যগুলো হস্তান্তর করবে। নিকটস্থ ডাস্টবিন ও কন্টেইনার থেকে সিটি করপোরেশনকর্মীরা সেগুলো সংগ্রহ করে ডাম্পিংয়ের জন্য নিয়ে যাবে। এ কাজের জন্য সিটি করপোরেশনের কর্মকতা কর্মচারীদের ছুটি বাতিল করে দেয়া হয়েছে।

ডিসিসি উত্তরের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেন, রাজধানীর প্রধান সড়কে ময়লা অপসারণের জন্য পর্যাপ্ত গাড়ি যাবে আর প্রতিটি ওয়ার্ডে একটি করে ভ্যান ভাড়া করা হয়েছে। তিনি আরও বলেন, গাজী ট্যাংক দিয়ে পানি সরবরাহ করা হচ্ছে। সঙ্গে থাকছে স্যাভলন। পানি ও স্যাভলন দিয়ে কোরবানীর পর সঙ্গে সঙ্গে রাস্তা ধোয়ার কাজ চলছে।

বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা উভয় কর্মকর্তাই জানান, তাদের লক্ষ্য ৩৬ ঘণ্টার মধ্যে ৪৪ হাজার টন বর্জ্য পরিষ্কার করা।

(ওএস/পি/অক্টোবর ০৬, ২০১৪)