নিউজ ডেস্ক, ঢাকা : প্রধানমন্ত্রী ঢাকায় অবস্থানরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ঈদের বিশেষ উপহার পাঠিয়েছেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁর একান্ত সচিবদ্বয় ঈদের শুভেচ্ছা উপহার ও বিশেষ খাবার পৌঁছে দেন। এসময় তারা প্রধানমন্ত্রীর পক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শারীরিক অবস্থার ও পারিবারিক জীবনের খোঁজ-খবর নেন।

রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে মুক্তিযোদ্ধা টাওয়ারে বসবাসরত যুদ্ধাহতদের পরিবারের সদস্যদের মাঝে এই খাবার ও উপহার বিতরণ করা হয়। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার নিয়ে যান তার সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম, সহকারী একান্তসচিব-২ সাইফুজ্জামান শিখর ও সহকারী প্রেস সচিব নুরে এলাহি মিনা।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এসময় প্রতিবছরের মতো এবছরও তাদের খাবার ও ঈদ উপহার পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ-উল-আজহা, ঈদ-উল-ফিতরের মতো বছরের সকল গুরুত্বপূর্ণ দিনেই প্রধানমন্ত্রী তাদের প্রতি এই মহানুভবতা দেখান সে কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করেন বলে জানান নুরে এলাহি মিনা।

(ওএস/পি/অক্টোবর ০৬, ২০১৪)