দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহল সদস্যরা অভিযান চালিয়ে ২২ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় বিভিন্ন মালামাল, মাইক্রোবাসসহ ৪ জন চোরাকারবারীকে আটক করেছে।  রোববার ভোরে এই ঘটনা ঘটে।

ফুলবাড়ী ৪০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল জাহিদুর রশিদ জানান, রোববার গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বিজিবি’র টহলদল ফুলবাড়ীর ঢাকা মোড় এবং বিরামপুরের বেগমমোড়, মন্ডব, উত্তর দাউদপুর মাঠ ও মির্জাপুর নামক স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১টি মাইক্রোবাস, ৬টি ভারতীয় আইপিএস, ৩৬৫ বোতল ফেন্সিডিলসহ ৪ চোরাকারবারীকে আটক করে।

আটককৃতরা হলেন বিরামপুর উপজেলার খেয়ার মাহমুদপুরের মো. আফজাল হোসেনের পুত্র মো. নূর নবী (২৫) একই গ্রামের ছাদেক মুন্সীর পুত্র মো. আব্দুল হালিম (২৫) এবং রংপুর জেলার কামারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের পুত্র মো. মিঠু (২৯) ও মুন্সিপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের পুত্র মো. শফিকুল ইসলাম (৩০)।

উদ্ধারকৃত মালামালের মূল্য ২২ লক্ষ ৯৬ হাজার টাকা। আটক ২ জন করে ৪ জন চোরাকারবারীকে ফুলবাড়ী ও বিরামপুর থানায় সোপর্দ করে ২টি মামলা দায়ের করা হয়েছে।


(এটি/এটি/এপ্রিল ২৭, ২০১৪)