বিশেষ প্রতিনিধি, সিলেট : সিলেটের ওসমানিনগর উপজেলার সাদিপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে পাঁচ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল দিনভর অযাচক আশ্রম বাংলাদেশ ও বাংলাদেশ অখণ্ড সংগঠন এর যৌথ উদ্যোগে এসব ত্রাণ বানভাসি অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়। শ্রীহট্ট অখণ্ড মণ্ডলীর সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত এসব অসহায় পরিবারের বিভিন্ন দ্রব্যসামগ্রীসহ প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৪ হাজার টাকা করে বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অযাচক আশ্রম বাংলাদেশের আশ্রম প্রধান ডা. শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজ। এসময় তাঁর পাশে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ওসমানী নগর (সার্কেল) মো. রফিকুল ইসলাম, ডা. শ্রী বিধান চন্দ্র দেবনাথ, সহসভাপতি, অযাচক আশ্রম- বাংলাদেশ বোর্ড- অব-ট্রাস্টিজ, এডভোকেট শ্রী দেবাশীষ দাস পুরকায়স্থ, সহসভাপতি, বাংলাদেশ অখণ্ড সংগঠন, জেলা পরিষদের সদস্যা সুষমা সুলতানা রুবি, ওসমানী নগর থানার ওসি শ্যামল বণিক ও তাজপুরের স্থানীয় চেয়ারম্যান শ্রী অরুণ দে পালসহ বিভিন্ন গণ্যমাণ্য নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথি ডা. যুগল ব্রহ্মচারী বলেন,'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য 'এ অমোঘ বাণীটুকু আমাদেরকে স্মরণে রেখে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলোর পাশে এভাবেই দাঁড়াতে হবে। মানুষের দুর্দিনে যারা এগিয়ে আসেন, তারাইতো প্রকৃত মানুষ। সেজন্য আমি এ সমাজের বিত্তবান ও দানশীল মানুষদেরকে প্রাকৃতিক নানা দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষগুলোর পাশে স্ব স্ব সামর্থ অনুযায়ি দাঁড়ানোর জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। পাশাপাশি যাঁরা ইতিমধ্যে বানভাসি ক্ষতিগ্রস্ত এসব অসহায় মানুষের দুর্দিনে বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সকলকে আমরা অযাচক আশ্রমের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।'

এদিকে সিলেটে স্মরণকালের ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া এসব অসহায় মানুষের পাশে ভবিষ্যতেও নগদ টাকা ও ত্রাণ সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলে অযাচক আশ্রম বাংলাদেশ ও বাংলাদেশ অখণ্ড সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

(জিডিএ/এএস/আগস্ট ০১, ২০২২)