মাননীয় প্রধানমন্ত্রী,

যথাযথ সম্মান পূর্বক বিনীত নিবেদক এই যে, আমি বন্দনা সান্যাল পিতা: বীর মুক্তিযোদ্ধা দেবেশ চন্দ্র সান্যাল গ্রাম ও ডাকঘর-রতন কান্দি, উপজেলা-শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আপনার সরকার মুুক্তিযোদ্ধা বান্ধব সরকার। আপনি বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য সর্বোচ্চ করেছেন এবং করে চলেছেন। কিন্তু দুঃখের বিষয় প্রশাসনের বিভিন্ন স্তরে বসে আছে মুক্তিযোদ্ধের চেতনা বিরোধীরা। তাঁরা বিভিন্ন কৌশলে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের ক্ষতি করে থাকেন। এমনি একটি ষড়যন্ত্রের শিকার আমি। ২০০৮ সালে আপনার সরকার ক্ষমতা আসার পর নির্দেশ দিয়ে ছিলেন মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা বাস্তবায়ন করতে হবে। কোন নিয়োগ পরীক্ষায় উপযুক্ত সন্তান প্রার্থী না পাওয় গেলে পুর্নরায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের দ্বাড়াই পূরণ করতে হবে। এর কোন ব্যত্যয় ঘটানো যাবে না। আপনার নিদের্শ বাস্তাবায়ন করতে গিয়ে ২০১১ সালে প্রশাসন আমাকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ দান করতে বাধ্য হন।

কিন্তু স্বাধীনতা বিরোধী চেতনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজগঞ্জ ষড়যন্ত্র করে আমাকে পোষ্টিংদেন শাহজাদপুর উপজেলার বাশুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। বাশুরিয়া একটি প্রত্যন্ত গ্রাম। তখন আমি ছিলাম অবিবাহিতা। আমার পক্ষে প্রতিদিন বাশুরিয়া গিয়ে চাকরি করা সম্ভব ছিল না। দুই মাস অতি কষ্টে চাকরি করি। কর্তৃপক্ষ সমীপে আমাকে নিকট বর্তী স্থানে বদলি করার জন্য বারবার অনুরোধ জানাই। কিন্তু স্বাধীনতা বিরোধী চেতনার কর্তৃপক্ষ আমাকে নিকট বর্তী স্থানে বদলি করেন না। নিরুপায় হয়ে ০৫/০১/২০১২ইং তারিখ থেকে বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে বাধ্য হই। তাঁরা আমাকে চাকুরী হতে বরখাস্ত করেন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো অন্তর থেকে জাগতে হবে। ইতিহাস পড়তে হবে এবং জানতে হবে। আইন করে বাস্তবায়ন করা সম্ভব নয়। আপনার প্রত্যেকটি বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে থাকেন। এ জন্য বীর মুক্তিযোদ্ধারা চির কৃতজ্ঞ আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরাও চির কৃতজ্ঞ। আমার বিষয়টি তদন্ত করে আমাকে পুণঃনিয়োগ দানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দানের জন্য আপনার সমীপে আকুল আবেদন জানাচ্ছি।


বন্দনা সান্যাল
সহকারী শিক্ষক (বরখাস্ত)
বাশুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
উপজেলা: শাহজাদপুর, জেলা : সিরাজগঞ্জ