নিউজ ডেস্ক : ম্যাসেজিং জগতে সাড়া ফেলে দেওয়া হোয়াটস অ্যাপকে কড়া টক্কর দিতে তৈরি হচ্ছে গুগল। ২০১৫ সালের মধ্যে নিজেদের ম্যাসেজিং অ্যাপস আনতে চলেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন। এর প্রাথমিক পরীক্ষা হতে পারে ভারতেই।

ইতোমধ্যে ভারতে নতুন ম্যাসেজিং অ্যাপসের চাহিদা নিয়ে হাল হকিকৎ জানতে গুগলের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ম্যানেজারকে এ দেশে পাঠানো হয়েছে। হোয়াটস অ্যাপের মতই মোবাইল নম্বরের সাহায্যে অ্যাকাউন্ট খোলা যাবে এই অ্যাপসে।

এর আগে চড়া দাম হাঁকা সত্ত্বেও হোয়াটস অ্যাপ কিনতে পারেনি গুগল। বাজি মেরে দেয় ফেইসবুক। প্রায় ১.২৫ লক্ষ কোটি টাকায় ম্যাসেজিং সার্ভিস হোয়াটস অ্যাপ কিনে নেয় ফেইসবুক।

সবচেয়ে বড় কথা, হোয়াটস অ্যাপের মত বছরে ৫৫ টাকা দিয়ে এই ম্যাসেজিং অ্যাপস ব্যবহার করতে হবে না। বিনামূল্যে ব্যবহার করা যাবে এর পরিষেবা।

(ওএস/অ/অক্টোবর ০৬, ২০১৪)